প্রাকৃতিক সৌন্দর্যের লিলা ভূমি আমাদের সৈয়দপুর সমুদ্র সৈকত।


চট্রগ্রাম সিতাকুন্ডের ৬ নং ওয়ার্ড ১ং ইউনিয়ন এ অবস্থিত আমাদের সৈয়দপুর সমুদ্র সৈকত

আমাদের সৈয়দপুর😘


যেটির কথা না বললে নয়,
আমাদের গর্ব যে আমরা এত সুন্দর প্রাকৃতিক লীলাভূমিতে আমাদের বসবাস।

যেখানে এতই আলোডন সৃষ্টি করেছে,
সবুজ শ্যামলে, ভরা, মাঝে মাঝে দেখা যায়
নানা রকম মন মুগ্ধকর প্রানী,

তার মধ্যে অন্যতম হচ্ছে হরিণ।

সন্ধ্যা বেলা এবং সকালে ভোরে ভোরে
হরিণ গুলা দেখা যাই।

কখনো কখনো মানুষের কোলাহল কমে গেলে দিনের বেলায় ও এগুলা স্ব-চোখে দেখা যাই।

আবার রয়েছে, নৌকা লঞ্চ, স্টিমার, এগুলো দিয়ে জেলেরা মাছ ধরে আর জীবিকা নির্বাহ করে।

আমাদের সৈয়দপুর কে নিয়ে গর্ববোধ করার কারন রয়েছে

সেটি হলো সর্ব প্রথম সন্ধীপে
বিদ্যুৎ প্রেরন করা হয়েছে

যা বনের মাঝ দিয়ে এবং সাগরের তলদেশ দিয়ে অতিক্রম করেছে।

আপনারা চাইলে আমাদের সৈয়দপুর সমুদ্র সৈকত ভ্রমন করতে পারেন।

একবার এসে দেখুন প্রকৃতিতে মিশে যাবেন যা আপনাকে বার বার এই পর্যটন কেন্দ্রে আশার জন্য আকৃষ্ট করবে।

আপনি আমাদের পশ্চিম সৈয়দপুর সমুদ্র সৈকত আসতে হলে যে কাজ টি করতে হবে সীতাকুন্ড সি এন জি স্টেশন রয়েছে 

AB BANK  এর নিচ থেকে 
সিএঞ্জি ১৮০-২০০ টাকা নিবে।

এতে আপনারা আমাদের সৈয়দপুর সমুদ্র সৈকতে সরাসরি চলে আসতে পারবেন 
আমাদের এই প্রার্কতিক এই লীলা ভুমিতে।


বিঃদ্রঃ লকডাউনের পরে আসবেন
এখন এলাকা করোনার কারণে লকডাউন।

ধন্যবাদ

Razaul_Tareq

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমাদের সৈয়দপুর সমুদ্র সৈকতে সন্ধ্যার পর দেখা মিলছে নানা হরিণের বিচরণ।

চট্রগ্রাম সিতাকুন্ড সৈয়দপুর এর নামকরণ।