পোস্টগুলি

2016 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফেসবুকে ‘LoL’ তো লিখেন, জানেন এর অর্থ? জেনে নিন এমন আরো কিছু শব্দার্থ !

ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমরা অনেকেই চ্যাটিং করি। চ্যাটিং করার সময় অনেক সংক্ষিপ্ত শব্দ পেয়ে থাকি। এই ধরুন, ‘লোল’ অথবা ‘ওএমজি’ টাইপ কিছু শব্দ। কিন্তু এসব শব্দের অর্থ.কি ? তা কি আদৌ আমরা জানি? হয় তো বা ‘লোল’, ‘ওএমজি’ এই শব্দ দু’টির পুরো মিনিং আমরা ইতিমধ্যে জেনে গেছি। ‘লোল’ মানে যে লাফ আউট লাউড, আর ‘ওএমজি’ মানে ও মাই গড। কিন্তু এর বাইরে যেসব আছে! তা কি জানেন? তাহলে আসুন, এমনই কিছু সংক্ষিপ্ত শব্দর অর্থ জেনে নিই? ১। এলএমআইআরএল (LMIRL): লেটস মিট ইন রিয়্যাল লাইফ (চ্যাটের গণ্ডি ছেড়ে চলো, বাস্তব জীবনে একদিন দেখা করি)। ২। এলএইট (L8): লেট (দেরি)। ৩। এলএমবিও(LMBO): লাফিং মাই বাট অফ (হাসতে হাসতে পিছন খুলে যাচ্ছে)। ৪। এলএমকে (LMK) : লেট মি নো (আমাকে জানাও)। ৫। আরএল (RL) : রিয়্যাল লাইফ (বাস্তব জীবনে)। ৬। আরওএফএল (RFLO): রোলিং অন দা ফ্লোর লাফিং (হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছি)। ৭। ওয়ানফোরথ্রি (143): আই লাভ ইয়ু। ৮। এফএন (FN): বাই ফর নাও ( এখনকার মতো চলি)। ৯। বিআরবি(BRB): বি রাইট ব্যাক (এক্ষুণি আসছি)। ১০। বিটিডাব্লিউ(BTW): বাই দা ওয়ে ১১। সিটিএন(CTN): ক্যান্ট টক নাউ (এখন কথা বলতে প

ফেসবুক ফটো ভেরিফাই খুলার সবচেয়ে সহজ উপায়

ছবি
Facebook এখন আমাদের সবারই প্রিয়। আর এই প্রিয় জিনিসটা যদি কখনো লক মানে ফটো ভেরিফিকেশন হয়ে যায় তাহলে কষ্ট লাগে । তখন আমরা যে ফটো ভেরিফিকেশন ঠিক করতে পারে তার কাছে যাই। না হলে টাকা দিয়ে ঠিক করতে হয়। আমারও ২ টা আইডি ফটো ভেরিফিকেশন হয়ে ছিল আমিও টাকা দিয়ে ঠিক করে ছিলাম । তার পর ওরা যদি ফটো ভেরিফিকেশন ঠিক করতে পারে তাহলে আমি কেন পারবনা তাই এক দিন চেষ্টা করলাম দেখলাম ফটো ভেরিফিকেশন ঠিক হয়ে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসল কথাই আসি *** যেভাবে লক খুলবেনঃ প্রয়োজনীয় উপকরণঃ (১)একটি সাদা খাতা (২)একটি কলম প্রথমে আপনার আইডি লগইন করুন তারপর Continue ক্লিক করে Captcha এনট্রি করে Start এ ক্লিক করুন দেখবেন ফটো সাথে কিছু নাম। যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন। যেমন টিনের চালে কবুতরের একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন ""টিনের চালে কবুতর""। এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায় লিখে রাখুন । কোনটাতে ওকে দিবেন না । কমপক্ষে দশ মি

ফেসবুক Messenger দিয়ে ফ্রি কল করুন আবার ব্লক থাকা সত্তেও।

ছবি
ফেসবুক Messenger দিয়ে ফ্রি কল করুন আবার ব্লক থাকা সত্তেও। ফেসবুক মেসেঞ্জার দিয়ে ফ্রি কল করুন। আপনারা সবাই জানেন, ফেসবুক মেসেঞ্জারে নতুন অপশন আছে যেটা দিয়ে আপনারা ফ্রি কল করতে পারবেন। আমি আজ আপনাদের শেখাব_ কিভাবে ব্লক থাকা স্বত্বেও আপনারা ফেসবুক টু ফেসবুক ফ্রি কল করতে পারবেন। প্রথমে, ফেইসবুক ম্যাসেঞ্জার টা আপনি আপডেট করে নিবেন। ম্যাসেঞ্জারের ভেতরে দুটি অপশন আছে। ১। ম্যাসেঞ্জার ফ্রেন্ডলিষ্ট (ফ্রেন্ডলিষ্টে থাকা যে বন্ধুরা ম্যাসেঞ্জার ব্যবহার করছে) ২। অনলাইন ফ্রেন্ডলিষ্ট (যে বন্ধুরা অনলাইনে আছে) ম্যাসেঞ্জার ফ্রেন্ডলিষ্টে কিছু কিছু বন্ধুদের নামের পাশে একটা কল রিসিভার চিহ্ন দেখতে পাবে। কল করার জন্য টার্চ করলেই ডিসপ্লে কেঁপে উঠবে। কল যাবেনা। তার কারন, ফ্রি কল সার্ভার বন্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশের নেট অপারেটরেরা এটা এখনো উন্মুক্ত করেনি। যাই হউক, ৃৃৃএখন কল যে ভাবে করবেনঃ,,, প্লে ষ্টোর, মবোজেইন থেকে Hotspot Shield VPN নামের ফ্রি সফটওয়্যার টা ডাউনলোড করে ইনষ্টল করে নিন। সফটওয়্যার টা ওপেন করুন। ই-মেইল আইডি চাইলে দিয়ে সফটওয়্যার টা স্টার্ট করুন। অনেক সময় ই-মেইল আই

মেসেঞ্জার থেকে লগআউট করুন। একদম নতুন পদ্ধতি।

ছবি
আমরা অনেকেই মেসেঞ্জার ব্যবহার করি। কিন্তু মাঝে মাঝে লগআউট করার প্রয়োজন হয়। তখনই প্রধান সমস্যা দেখা দেয়। অনেক খোঁজা খুঁজি করেও লগআউট অপশন খুঁজে পাওয়া যায় না। মনে হয় মেসেঞ্জার থেকে লগআউট করা যায় না। আবার যারা কিছুটা এডভান্সড লেভেলের ব্যবহারকারী তারা কোনো উপায় না পেয়ে সেটিংস>এপপ্স>মেসেঞ্জার এ গিয়ে ডাটা ক্লিয়ার করেন। কিন্তু এতে সত্যিকার অর্থেই লগআউট হয় না। তাই কিভাবে মেসেঞ্জার থেকে লগআউট করা যায় সেটা অজ্ঞাত থেকে যায়। অনেক বকবক করলাম। তো চলুন শুরুকরা যাক কিভাবে লগআউট করবেন। ## 1। ফেসবুক এ লগিন করুন । যেখান থেকে খুশি (ব্রাউজার, এপপ্স ইত্যাদি) ## 2। তারপর active season এ যান। active season খুঁজে পাবার জন্য ফেসবুক এর settings> Security তে যান। ## 3। দেখবেন কিছু ডিভাইস এই লিস্ট দেয়া আছে। সবগুলা রিমোভ করে দেন। ## 4। দেখবেন মেসেঞ্জার থেকে নোটিফিকেশন এসেছ। এবং সেটা লগআউট হবার নোটিফিকেশন। আমার পোস্ট এ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুলভ দৃষ্টি তে দেখবেন। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

ফেসবুকে আপনার ফ্রেন্ড ছাড়া আপনার পোষ্টে বা ছবিতে কেউ কমেন্ট করতে পারবে না।

ছবি
#আরেকটি পোষ্ট নিয়ে হাজির হলাম। #তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে পোষ্টগুলে কেউ কপি করবেন না। #আমি প্রত্যেক পোষ্ট নিজে থেকে লিখি এটিও এর ব্যতিক্রম নয়। #যাই হোক আমরা অনেকে চাই ফ্রেন্ড ছাড়া অন্য কেউ আমাদের পোষ্টে কমেন্ট না করুক বা ফেসবুকের কমেন্টে এসে আজেবাজে কথা ব্যবহার করুক। #আমি প্রথমে একটি ভায়ের আইডিতে একদিন ঢুকে কমেন্ট করতে চাইলাম বাট কমেন্টের কোনো অপশন ই পেলাম না। #ভাবলাম ব্যাপারটা কি?? #তো এই কারণেই ট্রিকটি কিভাবে করা যায় সেটা শুরু করে দিলাম এবং আজ Tipsall24 শেয়ার করলাম। #এখন জাবা ফোনে থাকার কারণে স্কিনসট দিতে পারলাম না এজন্য খুবই Sry.. #তবে খুবই সহজ সকলেই পারবেন। ##প্রথমে Opera অথবা UC তে গিয়ে Setting and privacy তে যান। ##তারপর Public post/Followers এ যান। ##তারপর দেখতে পাবেন Public post comments choose who is allowed to comment on……….এরকম #ওখানে দেখতে পাবেন Public করা আছে Friends এ ক্লিক করুন। #এবার প্রফাইল পিকেও এরকম করতে চাইলে দেখতে পাবেন Public profile info manage who can like cmnt…….. এখানেও Public থাকবে Friends করে দিন। #কাজ শেষ।

এন্ড্রয়েড রুট কি? রুট কেন এবং কিভাবে করবেন? এন্ড্রয়েড রুটিং ভালো না খারাপ???

এন্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায় সবাই- ই বোধহয় একবার হলেও রুট(ROOT) রুট শব্দটার নাম শুনেছেন। অনেকেই আছেন রুট করে মহা আনন্দে এন্ড্রয়েড ফোনের মজা নিচ্ছেন অনেকে হয়ত জানেনই না রুট কি, এইটা খায় না মাথায় দেয়। চেষ্টা করব যতটা সহজ ভাষায় সম্ভব এন্ড্রয়েড ডেভেলপমেন্টের এই গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ব্যাখ্যা করার রুট কি? রুট/Root শব্দটা এসেছে লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের কাছ থেকে। লিনাক্স ব্যবহারকারীদের মধ্যে যাদের রুট প্রিভিলেজ বা সুপারইউজার পারমিশন আছে তাদেরকে রুট ইউজার বলা হয়। এন্ড্রয়েড তৈরি হয়েছে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম থেকে। এন্ড্রয়েড ডিভাইসে রুট পারমিশন মানে সিস্টেম ফাইল এডিট করার পারমিশন আদায় করাকে রুট করা বলে। এটাকে আপনার ফোন হ্যাক করাও বলতে পারেন। কেন রুট করা থাকে না? এখন কথা হচ্ছে নিজের ফোনের কেন এডমিনিস্ট্রেটর পারমিশন “আদায়” করে নিতে হবে? কেন ইচ্ছা করলেই একটা ফাইল ডিলিট করতে পারব না? পিসিতে তো এগুলো কিছু করতে হয় না। ফোন ম্যানুফ্যাকচাররা আপনাকে অনেক সুবিধা দিলেও কিছু সুবিধা/পারমিশন তারা দেয় না। এটা করা হয় ভালোর জন্যই।

Requested] VPN কি? কেন, কোন কাজে লাগে। এর সুবিধা ও অসুবিধা সহ সম্পূর্ন খুঁটিনাটি বিস্তারিত জেনে নিন !

ছবি
VPN শব্দটার সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত। তবে শুধু নামের সাথেই পরিচিত, কিন্তু ইহা যে কি জিনিস তা অধিকাংশ মানুষই জানে না। আজকে আমরা VPN কি, এর কাজ কি- এসমস্ত বিষয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবো। VPN এর পূর্ণ রূপ হল- Virtual Private Network. সোজা বাংলায় এর সংজ্ঞা দাড়ায়, VPN হল একটা কাল্পনিক ‘Tunnel’ যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। এই ‘Tunnel’ বা সুড়ঙ্গের বাস্তবে কোন অস্তিত্ব নেই, এটি দিয়ে মূলত কাল্পনিক একটা প্রাইভেট নেটওয়ার্ক বোঝানো হচ্ছে যেটি দিয়ে ইন্টারনেটে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। আমরা এখন ‘নিরাপদ’ keyword টির উপর ফোকাস করবো। ইন্টারনেট মূলত উন্মুক্ত তথ্য আদান প্রদানের জায়গা। যেহেতু এটি পাবলিক নেটওয়ার্ক অর্থাৎ, পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে সরাসরি তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি আছে। এই ঝুঁকি এড়ানোর জন্য ইন্টারনেট ব্যবহার করে নিজের ব্যক্তিগত বা প্রাইভেট নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতিই হল VPN। এই পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য ইন্টারনেটে একটি কা

নিয়ে নিন প্লে-স্টোর এর ৪.৬ রেটিং পাওয়া অসাধারন সেই ফ্রি কল অ্যাপ WhatsCall এর নতুন ভার্সন। আর কথা বলুন আরও ক্লিয়ার এবং টাকা বাচান।

ছবি
মেঘলা দিনে আর কোনো কাজ নেই তাই ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার-টেয়ার করা যায় কিনা। এর মাঝে বন্ধু আমায় রিকুএস্ট কল দিল। এদিকে সিম এ একটা টাকাও নাই। ত কি- ভাবে ফোন দিব ভাবতেছি। প্লে-স্টোর ঘাটতেই পেয়ে গেলাম ৪.৬ রেটিং পাওয়া WhatsCall অ্যাপ। ব্যাস ডাউনলোড করে নিলাম। অ্যাপটির বায়ডাটা দেখে নিন: WhatsCall:- ১. ক্লিয়ার ভয়েস কল।(২জি তেও অনেকটাই ক্লিয়ার আর ৩ জি হলে ত সোনায় সোহাগা) ২. টুটালি ফ্রি কল।(এক আনাও লাগবে না) ৩. প্রতি ১১৫(less then 2 mins) সেকেন্ডে ৫০ ক্রেডিট(আগে ৫ মিনিট এ ১০০ দিত) ৪. প্রতি রেফারেল এ ১০০০ ক্রেডিট।(বন্ধুর উপকার করবেন তাই ওরাও আপানাকে গিফট দিবে) ৫. আপনার ওপর পাশের বন্ধুর নরমাল মোবাইল হলেও কথা বলতে পারবেন।(আর কি লাগে!) ৬. ইউকে নাম্বার থেকে কল যাবে(কস কিরে!) ৭. সাইন আপ এর পরেই পাবেন ১০০০ ক্রেডিট।(ডেভেলপার রা কত্ত ভাল!) ♦কল কাস্ট:২৬০ ক্রেডিট/মিনিট ইন বাংলাদেশ(একটু বেশি না! এইটার থেকে ভাল আরেকটা আসুক এইটারে কিক দিয়া আনইন্সটল করে দেবেন। বাট রাইট নাও, ইট ইজ দ্যা বেস্ট) আপনি শুধু অ্যাড দেখে ১০ হাজার ক্রেডিট প্রতিদিন কালেক্ট করতে পারবেন। বাকি ৩ অপশন ত আছেই। এক

[ No Clear Data ] মেসেঞ্জার থেকে লগআউট করুন। একদম নতুন পদ্ধতি।

ছবি
আমরা অনেকেই মেসেঞ্জার ব্যবহার করি। কিন্তু মাঝে মাঝে লগআউট করার প্রয়োজন হয়। তখনই প্রধান সমস্যা দেখা দেয়। অনেক খোঁজা খুঁজি করেও লগআউট  অপশন খুঁজে পাওয়া যায় না। মনে হয় মেসেঞ্জার থেকে লগআউট করা যায় না। আবার যারা কিছুটা এডভান্সড লেভেলের ব্যবহারকারী তারা কোনো উপায় না পেয়ে সেটিংস>এপপ্স>মেসেঞ্জার এ গিয়ে ডাটা ক্লিয়ার করেন। কিন্তু এতে সত্যিকার অর্থেই লগআউট হয় না। তাই কিভাবে মেসেঞ্জার থেকে লগআউট করা যায় সেটা অজ্ঞাত থেকে যায়। অনেক বকবক করলাম। তো চলুন শুরুকরা যাক কিভাবে লগআউট করবেন। ## 1। ফেসবুক এ লগিন করুন । যেখান থেকে খুশি (ব্রাউজার, এপপ্স ইত্যাদি) ## 2। তারপর active season এ যান। active season খুঁজে পাবার জন্য ফেসবুক এর  settings> Security তে যান। ## 3। দেখবেন কিছু ডিভাইস এই লিস্ট দেয়া আছে। সবগুলা রিমোভ করে দেন। ## 4। দেখবেন মেসেঞ্জার থেকে নোটিফিকেশন এসেছ। এবং সেটা লগআউট হবার নোটিফিকেশন। আমার পোস্ট এ কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুলভ দৃষ্টি তে দেখবেন। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

জেনে নিন Facebook অ্যাকাউন্ট বন্ধের কিছু কারন

ছবি
ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন কারনে বন্ধ করে দেয়া হয়। কিছু অসচেতনতা এবং ভুল কিছু পদক্ষেপের জন্য আপনি হারাতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির মধ্যে ফেসবুক বেশ জনপ্রিয়।বেশিরভাগ মানুষই এখন কাজের ফাকে সময় কাটান ফেসবুকে।কিন্তু কিছু অসচেতনতার কারনে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট। Facebook বন্ধের কিছু কারন নীচে দেয়া হল- ১.অনেকে একই ম্যাসেজ সবাইকে বার বার পাঠাতে থাকে এবং একই পোস্ট বার বার করতে থাকে। একই ম্যাসেজ বার বার সেন্ড করা হলে বা পোস্ট বার বার করা হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়।একই ধরনের বার্তা বার বার দিতে চাইলে কনটেন্টে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। ২. ফেসবুকের মাধ্যমে কোন ধরনের হুমকি বা আক্রমনাত্নক ম্যাসেজ পাঠান হলে আর এর জন্য যদি কেউ রিপোর্ট করে,তাহলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। ৩.একদিনে অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক থেকে তাকে সতর্ক করা হয়।সেই সতর্ক না মেনে রিকোয়েস্ট পাঠাতে থাকলে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়। ৪. ফেসবুকে কোন ধরনের আপত্তিকর ছবি বা ভিডিও আপলোড করা হলে আপনার অ্যাকাউন্টটি বাতিল হতে পারে। ৫. আপনার ফেসবুক অয়ালে এ

সুপ্রিয় বন্ধুরআপনাদেরঅনুরোধে আজএ উপহার।

ছবি
, ৬০ দিনের আগে & আনলিমিটেড বার ফেইসবুক আইডি নাম চেইঞ্জ করার Link: www.facebook.com/help/contact/245617802141709 ←এই Link এ গিয়া নাম ও কার্ড সাবমিট দিবেন। সকলে ভাল থাকুন সুস্ত থাকুন......... আরও সুন্দর সুন্দর ট্রিক্স পেতে এই পেইজে লাইক দিয়ে পাসে থাকুন→

আপনার wall a আপনার অনুমতি ছাড়া ফটো tag করতে পারবে না কেউ

ছবি
আপনার wall a কি আপনার অনুমতি ছাড়া ফটো tag হচ্ছে ? অতিরিক্ত ফটো ট্যাগ আপনার প্রোফাইল ব্লক এর কারন হতে পারে তাই, এখনি এই সমর্সা সমাধান করেন… =>>setting =>>timeline&tagging /profile&tagging =>>review post friends tag you in before they appear on your timeline? =>>on এখন তেকে আপনার অনুমতি ছাড়া আপনার id তে ফটো tag হবে Na.

ফেইসবুক ফেইক আইডি সনাক্ত করার কিছু সহজ টিপস।

ছবি
ফেইসবুক ফেইক আইডি (Facebook Fake ID) বর্তমানে এটা নতুন কিছু নয়। ফেইসবুকের জন্ম লগ্ন থেকেই ফেইক আইডির প্রচলন রয়েছে। বর্তমানে ফেইসবুকে মোট একাউন্ট গুলোর মধ্যে প্রায় ২০-৩০% ই হল ফেইক এবং এই সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আসলে ফেইসবুকে ফেইক আইডি খোলা হয় মূলত স্প্যাম (Spam) করার জন্য। এমন কি ফেইসবুকের মাধ্যমে ভাইরাস ছড়ানোর জন্যে ও মেয়েদের নামে ফেইক আইডি খোলা হয়ে থাকে। আর ফেইক আইডি গুলোর মধ্যে শতকরা প্রায় ৯৯% এই হল মেয়েদের নামে। এই আইডি গুলোতে ব্যবহার করা হয়ে থাকে অপরিচিত মেয়েদের ছবি। Facebook এর জন্য একটি দুঃখের বিষয় হল যে, ফেইসবুক ম্যনুয়ালি ফেইক ফেসবুক একাউন্ট সনাক্ত করতে পারে না। তবে হে, ওরা যদি বুঝতে পারে যে একটি একাউন্ট ফেইক, তখন তারা সেটি ব্লক/ডিলিট করে দেয়। কয়েকটি কারনে ওরা একটি একাউন্টকে ফেইক একাউন্ট হিসেবে সনাক্ত করতে পারে। সেগুলো হলঃ 1. অতিরিক্ত ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো। 2. অপরিচিত লোকদের ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো। 3. অতিরিক্ত লিঙ্ক পোষ্ট করা। 4. স্প্যাম কমেন্ট করা (Spam Comment)। 5. ইনবক্সে লিংক শেয়ার করা ইত্যাদি। উপরক্ত কারনে একটি একাউন্টকে ফেইসবুক ফেইক একাউন্ট হিসেবে স