আমাদের সৈয়দপুর সমুদ্র সৈকতে সন্ধ্যার পর দেখা মিলছে নানা হরিণের বিচরণ।


চট্রগ্রাম সিতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর পশ্চিম সৈয়দপুর সমুদ্র সৈকতে সন্ধ্যার পর দেখা মিলছে নানা হরিণের বিচরণ।

সমুদ্র সৈকত কে ঘিরে নানা হরিণের বিচরণ।
এ যেন এক অন্য রকম ভালো লাগা সৃষ্টি করেছে সৈয়দপুর বাসীদের।

এই হরিণ গুলা সাধারণত সকালে ভোরে ভোরে এবং সন্ধ্যা বেলা দেখা যাই।
দিনের বেলা তেমন লোকজনের কোলাহলে না দেখা গেলেও সন্ধ্যা বেলা দেখা যাই।

এগুলা যখন খাবারের খোঁজে বের হই তখন এদের স্ব-চোখে দেখা যাই।

এই হরিণ গুলা দেখার জন্য দিন দিন ঢল নামছে পর্যটকদের।

পুরা সৈয়দপুর সমুদ্র সৈকত ঘিরে এখন যেন সব জায়গায় হরিণের বিচরণ।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রাকৃতিক সৌন্দর্যের লিলা ভূমি আমাদের সৈয়দপুর সমুদ্র সৈকত।

চট্রগ্রাম সিতাকুন্ড সৈয়দপুর এর নামকরণ।