চট্রগ্রাম সিতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর পশ্চিম সৈয়দপুর সমুদ্র সৈকতে সন্ধ্যার পর দেখা মিলছে নানা হরিণের বিচরণ। সমুদ্র সৈকত কে ঘিরে নানা হরিণের বিচরণ। এ যেন এক অন্য রকম ভালো লাগা সৃষ্টি করেছে সৈয়দপুর বাসীদের। এই হরিণ গুলা সাধারণত সকালে ভোরে ভোরে এবং সন্ধ্যা বেলা দেখা যাই। দিনের বেলা তেমন লোকজনের কোলাহলে না দেখা গেলেও সন্ধ্যা বেলা দেখা যাই। এগুলা যখন খাবারের খোঁজে বের হই তখন এদের স্ব-চোখে দেখা যাই। এই হরিণ গুলা দেখার জন্য দিন দিন ঢল নামছে পর্যটকদের। পুরা সৈয়দপুর সমুদ্র সৈকত ঘিরে এখন যেন সব জায়গায় হরিণের বিচরণ।
সৈয়দপুর এর নামকরণ... এক সময় চট্টগ্রাম জেলা আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কথিত আছে ঐ সময়ে চট্টগ্রাম অঞ্চলে বার জন আউলিয়া ইসলাম ধর্ম প্রচারের জন্য সীতাকুণ্ডের বার আউলিয়া নামক স্থানে আসেন এবং একটি বৈঠকে মিলিত হন এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। উক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের নিরিখে বার জন আউলিয়া সম্পূর্ণ চট্টগ্রামে ছড়িয়ে পড়েন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ ফকির মনু মিয়াজী (রহ.)। জনশ্রুতিতে জানা যায়, হযরত শাহ সুফি সৈয়দ ফকির মনু মিয়াজী (রহ.) মীরেরহাট বাজারের দক্ষিণ পাশে মীরের দীঘির পূর্ব পাশে বসতি স্থাপন করে ধর্ম প্রচার কার্যক্রমে নিজেকে নিয়োজিত করেন। তার নামানুসারে পূর্বে কেদারখীলের পশ্চিম সীমা থেকে পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল (বঙ্গোপসাগরের শাখা) পর্যন্ত বিস্তীর্ণ এলাকা 'সৈয়দপুর' নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে উক্ত সৈয়দপুর পূর্ব এবং পশ্চিম দুইটি অংশে বিভক্ত হয়ে দুটি গ্রামের সৃষ্টি হয়। একটি পূর্ব সৈয়দপুর অপরটি পশ্চিম সৈয়দপুর। সচরাচর ইউনিয়নের মধ্যে অবস্থিত বড় গ্রামের নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয়। সে হিসাবে অত্র ইউনিয়নের নাম 'সৈয়দপুর...
ফেইসবুক ফেইক আইডি (Facebook Fake ID) বর্তমানে এটা নতুন কিছু নয়। ফেইসবুকের জন্ম লগ্ন থেকেই ফেইক আইডির প্রচলন রয়েছে। বর্তমানে ফেইসবুকে মোট একাউন্ট গুলোর মধ্যে প্রায় ২০-৩০% ই হল ফেইক এবং ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন